সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে লঞ্চ হল TVS Ronin। রেট্রো স্টাইলিংয়ের সঙ্গেই এই বাইকে থাকছে বৃত্তাকার হেডল্যাম্প ও রিয়ার ভিউ মিরর। 17 ইঞ্চি অ্যালয় হুইলে থাকছে টিউবলেস টায়ার। নতুন বাইকে সম্পূর্ণ LED হেডল্যাম্প ও টেলল্যাম্প দেখা যাবে। সর্বোচ্চ 120 kmph বেগে ছুটবে নতুন এই মোটরসাইকেল। নতুন বাইকে কী কী ফিচার্স (TVS Ronin features) থাকছে? কিনতে খরচ (TVS Ronin Price) কত হবে? জেনে নিন।
আরো পড়ুন Debasish Sengupta Road Accident: দেবাশিষ সেনগুপ্তের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির জন্য কলকাতা বাইক ক্লাব থেকে একটি রাইডের মাধ্যমে বার্তা প্রদান
TVS Ronin: দাম
নতুন TVS Ronin-এর দাম শুরু হচ্ছে 1.49 লাখ টাকা থেকে। দুটি রঙে পাওয়া যাবে এই মোটরসাইকেলের বেস ভেরিয়েন্ট TVS Ronin SS। ম্যাগমা রেড ও লাইটনিং ব্ল্যাক কালারে এই ভেরিয়েন্ট বিক্রি হবে। TVS Ronin DS কিনতে খরচ হবে 1.56 লাখ টাকা। স্ট্রেঞ্জ ব্ল্যাক ও ডেলটা ব্লু কালারে এই ভেরিয়েন্ট কেনা যাবে। এছাড়াও TVS Ronin TD ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 1.68 লাখ টাকা থেকে। গ্যালাকটিক গ্রে রঙে এই বাইক কেনা যাবে। ডন অরেঞ্জ কালারে একই ভেরিয়েন্টের দাম 1.71 লাখ টাকা। (সব দাম এক্স শো-রুম)

TVS Ronin: ফিচার্স
রেট্রো স্টাইলিংয়ের সঙ্গেই TVS Ronin-এ থাকছে বৃত্তাকার হেডল্যাম্প ও রিয়ার ভিউ মিরর। এছাড়াও এই বাইকে টিয়ার-টপ ফুয়েল ট্যাঙ্ক ও চওড়া মাডগার্ড দেখা যাবে। এছাড়াও নতুন এই স্ক্র্যাম্বলার মোটরসাইকেলে থাকছে ডুয়াল টোন ফিনিশ, USD ফর্ক। ফর্কে গোল্ডেন ফিনিশ দেখা যাবে। পাতলা সিট ডিজাইনের সঙ্গেই থাকছে গ্র্যাবরেল। ইঞ্জিন সহ বাইকের নীচের দিকের সব যন্ত্রাংশে কালো ফিনিশ দিয়েছে TVS। মাল্টি স্পোক অ্যালয় হুইলে থাকছে ডুয়াল টোন ফিনিশ। TVS Ronin-এ আরামদায়ক রাইডিং স্টান্স পাওয়া যাবে। থাকছে চওড়া হ্যান্ডেলবার। এই বাইকের মাঝামাঝি ফুটপেগ দিয়েছে TVS। শহরের রাস্তায় চালানোর সঙ্গেই হাইওয়েতেও এই বাইক চালিয়ে আরাম মিলবে। TVS Ronin-এর ওজন 160kg। 17 ইঞ্চি অ্যালয় হুইলে থাকছে টিউবলেস টায়ার। নতুন বাইকে সম্পূর্ণ LED হেডল্যাম্প ও টেলল্যাম্প দেখা যাবে। থাকছে অ্যাসিমেট্রিক স্পিডোমিটার।
আরো পড়ুন Matri Shakti Banner Shoot 2022: মাতৃশক্তি ব্যানার স্যুট ২০২২
TVS Ronin: স্পেসিফিকেশন
TVS Ronin মোটরসাইকেলে সম্পূর্ণ নতুন 225 cc ইঞ্জিন ব্যবহার হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ 20 bhp শক্তি ও 20 Nm টর্ক পাওয়া যাবে। সঙ্গে থাকছে 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। সর্বোচ্চ 120 kmph বেগে ছুটবে নতুন এই মোটরসাইকেল। সামনে আপসাইড ডাউন ফর্ক ছাড়াও এই বাইকের পিছনে মনোশক দিয়েছে TVS। দুই চাকায় ডিস্ক ব্রেকের সঙ্গেই সুরক্ষার জন্য এই বাইকে ডুয়াল চ্যানেল ABS ব্যবহার হয়েছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post