সুরশ্রী রায় চৌধুরী : কাল ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিবসে কলকাতা বই পাড়ার ‘সেন ব্রাদার্স’ প্রকাশনীতে প্রখ্যাত সাহিত্যিকদের উপস্থিতিতে শ্রী দেবাশিস মৈএ-এর সম্পাদিত দুটি বই প্রকাশ পেল। এই অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয় প্রখ্যাত সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী, শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়, শ্রী শুভমানস ঘোষ, শ্রী বাসুদেব মালাকার, শ্রী প্রদীপ চট্টোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী শ্রী কৌশিক জানা।
আরো পড়ুন উন্মোচিত হলো কবিগুরুর পূর্ণ অবয়ব মূর্তি, স্বীকৃতি পেলেন গ্রাম্য বিদুষী নারী
বিশিষ্ট কন্ঠ শিল্পী শ্রী প্রলয় বন্দোপাধ্যায়, ও বাচিক শিল্পী শ্রীমতী মুনমুন বসু কে। শ্রী দেবাশিস মৈএ-এর সম্পাদিত বই “২৫ হিরের ঝলকানি ” বাংলা সাহিত্যের কৃতী কথাকারদের হারিয়ে যাওয়া গল্পের হীরকদুতি সংকলন। “সন্ধ্যারাগ” পরিবধিত দ্বিতীয় সংস্করণ। কলকাতা বই পাড়ার ‘সেন ব্রাদার্স’প্রকাশনী থেকে “ছড়ানো ছিটানো গল্প ১২”। প্রচ্ছদ ও গল্পের সঙ্গে ছবি এঁকেছেন বিশিষ্ট শিল্পী প্রণব হাজরা।
বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত গল্পগুলিই এখানে মলাট বন্দি করা হয়েছে। গল্পের কুশীলবদের কেউ শিশু শ্রমিক, প্রচার বিমুখ নিষ্ঠাবান শিক্ষক, মুখচোরা মেধাবী ছাত্র, চালচুলোহীন কিশোর, অখ্যাত গ্রামের সফল অ্যাথলিট। সম্পাদক দীপ সকলের সহযোগিতা কামনা করেন। সঞ্চলনায় ছিলেন IGNOUর প্রাক্তন কো অর্ডিনেটর সঞ্চালক শ্রী বংসী বধন চট্টোপাধ্যায়। প্রকাশিত বইগুলি কলেজস্ট্রিট সেন ব্রাদার্স’প্রকাশনী থেকে সংগ্রহ করা যাবে।
Discussion about this post