আমজাদ আলী,মালদা : মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালসুর গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী কালু পাসমানের ছেলে কুনাল পাসমান এবং তার ভাইয়ের ছেলের রাজবির পাসমান শুক্রবার রাত পৌনে আটটা থেকে নিখোঁজ। বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি দুই ভাই। কুনাল স্থানীয় মিটনা হাই স্কুলের অষ্টম শ্রেণীর এবং রাজবীর ষষ্ঠ শ্রেণির ছাত্র। সারা রাত পুরো এলাকায় তন্ন তন্ন করে খোঁজার পরেও কোনো খোঁজ মেলে নি। খোঁজ নেওয়া হয়েছে আত্মীয় পরিজনদের বাড়িতেও। তারপরেই শনিবার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। পরিবারের আশঙ্কা তাদের সন্তানদের অপহরণ করা হয়েছে। সমগ্র ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
জানা গেছে কালু পাসমান এবং তার পরিবারের লোকেরা দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত।ফলে সমগ্র ঘটনায় লেগেছে রাজনীতির রং। তৃণমূলের আশঙ্কা পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এটা বিরোধীদের চক্রান্ত হলেও হতে পারে। পাল্টা বিজেপির দাবি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আইন-শৃঙ্খলার অবনতি হওয়ায় শিশু পাচার চক্র সক্রিয় হতে পারে এমনটাও অভিযোগ বিজেপির। যদিও অপহরণ করা হলে কে করেছে এবং কেন করেছে তা নিয়ে ধন্দে পরিবার। বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেল দুই ভাই? ব্যক্তিগত শত্রুতা, রাজনীতি না কি অন্য কোন কারণ?ক্রমশ দানা বাঁধছে রহস্য। হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেউদূত গজমের জানিয়েছেন অভিযোগ পেয়েছি। খোঁজ চলছে। খুব দ্রুত উদ্ধার করা হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post