নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- নোয়াপাড়া থানার উত্তর ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সম্পাদক চন্দন মিত্রের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ধৃত দুই দুষ্কৃতী। ইছাপুর রামনগর এলাকার বাসিন্দা চন্দন মিত্র। সোমবার গভীর রাতে স্কুটিতে চেপে দুই দুষ্কৃতী হানা দিয়ে তৃণমূল ওয়ার্ড সম্পাদকের বাড়ির সামনে বোমা মেরে আনন্দমঠের দিকে চম্পট দেয়। মঙ্গলবার সকালে নোয়াপাড়া থানায় তিনি অভিযোগ দায়ের করেন।
আরো পড়ুন শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক বন্ধের নোটিশ টিটাগড় কেলভিন জুটমিলে
সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার পর, নোয়াপাড়া থানার আই সি পার্থ সারথি মজুমদারের তৎপরতায় একটি তাজা বোমা-সহ অভিযুক্ত দুজন ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা অমিত কুমার আহির ওরফে রাজকুমার এবং গোবিন্দ হেলা। অমিতের বাড়ি ইছাপুর কুমোর পাড়ায়। আর গোবিন্দ জগদ্দলের শিমুলতলার বাসিন্দা। এমনকি বোমাবাজিতে ব্যবহৃত স্কুটি-টিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। নোয়া পাড়া থানা পুলিশের এহেন সক্রিয়তায় খুশি তৃণমূল ওয়ার্ড সম্পাদক চন্দন মিত্র।
Discussion about this post