কোলকাতা (৮ এপ্রিল ‘২৩):- আজ কোলকাতার আইসিসিআর-এর সত্যজিত রায় অডিটোরিয়ামে ‘সৎসঙ্গ ফাউণ্ডেশন’-এর প্রতিষ্ঠাতা তথা ধর্মীয় শিক্ষক শ্রী এম লিখিত দুই গ্রন্থের ভাষান্তরিত রূপ উন্মোচিত হল ।
‘সৎসঙ্গ ফাউণ্ডেশন’-এর তরফ থেকে জানানো হয়েছে, “বাংলা ভাষায় ভাষান্তরিত হল শ্রী এম রচিত ‘হোমকামিং অ্যাণ্ড আদার স্টোরিজ’ এবং অসমিয়া ভাষায় ভাষান্তরিত হল আত্মজীবনী মূলক গ্রন্থ ‘অ্যাপরেনটিসড টু আ হিমালয়ান মাস্টার’।”
বলে রাখা ভালো, ২০১১ সালে প্রকাশিত ‘অ্যাপরেনটিসড টু আ হিমালয়ান মাস্টার’ বইটা অসমিয়া ভাষায় ভাষান্তরিত করেছেন অঞ্জন শর্মা এবং ‘২০২০ সালে প্রকাশিত ‘হোমকামিং অ্যাণ্ড আদার স্টোরিজ’ বইটা বাংলা ভাষায় ভাষান্তরিত করেছেন ঋত্বিক মুখার্জী।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৪৯ সালের ৬ নভেম্বর কেরালার তিরুচিরাপল্লীতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শ্রী এম।
যৌবনের প্রারম্ভে তিনি চলে যান হিমালয়ে। সেখানে সাড়ে তিন বছর কাটাবার পরে তিনি ফিরে আসেন সমতলে।
পরবর্তী সময়ে শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা বিকাশের হেতু তিনি স্থাপন করেন ‘সৎসঙ্গ ফাউণ্ডেশন’।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post