সুরশ্রী রায় চৌধুরী: অবশেষে অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, ড্যানি ডেনজংপা ও অভিনেত্রী নীনা গুপ্তার হাত ধরে বলিউড সাফল্যের মুখ দেখতে চলেছে। সুরাজ বরজাতিয়ার ‘উঁচাই’র হাত ধরে বলিউডের ঘরে লক্ষীর প্রবেশ হচ্ছে। ৫৮ বছর বয়সী এই নির্মাতা সাত বছর পর সিনেমা বানালেন।
এই সিনেমাই বক্স অফিসে বাজিমাত করছে! গত শুক্রবার (১১ নভেম্বর) মাত্র ৪৮৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। গ্ল্যামার হীন ছবি বলে হল মালিকরাও তেমন আগ্রহ দেখায়নি। কিন্তু মুক্তির পর উঁচাই’র সাফল্যে মাথা ঘুরছে হল মালিকদের। প্রথম দিন ‘উঁচাই’র আয় হয় ১ কোটি ৮১ লাখ। দ্বিতীয় দিন ১০১ শতাংশ বেড়ে আয় হয়েছে ৩ কোটি ৬৪ লাখ। ফলে দুই দিনে সিনেমাটির আয় ৫ কোটি ৪৫ লাখ । উঁচাই’তে অভিনয় করেছেন বলিউডের চার ‘অভিনেতা’! তারা হলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি ও ড্যানি ডেনজংপা। সঙ্গে অভিনেত্রী নীনা গুপ্তা। সব মিলে বলা চলে, এটা বুড়োদের সিনেমা!
উঁচাই’ প্রযোজনা করেছে বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাজশ্রী। তাদের সুবাদে সিনেমা হলে পারিবারিক দর্শক ফিরছে বলেও মনে করেন তরণ আদর্শ। তিনি বলেছেন, “সাম্প্রতিক সময়ে, বিশেষ করে করোনার পর থেকে এই ধরনের মাঝারি আয়োজনের সিনেমাগুলোর জন্য এরকম পারিবারিক দর্শক পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। তবে ‘উঁচাই’ সেই কাজটি করে দেখাচ্ছে।”
এদিকে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের তিনটি নতুন ছবি একেবারে মুখ থুবড়ে পড়েছে। এগুলো হলো ‘ফোন ভূত’, ‘ডাবল এক্সএল’ ও ‘মিলি’। প্রথম সপ্তাহে এগুলোর সর্বসাকুল্যে আয় যথাক্রমে ১০ কোটি ২৫ লাখ, ৬০ লাখ এবং ২ কোটি ২৫ লাখ রুপি। এসব সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, জাহ্নবী কাপুরের মতো গ্ল্যামার তারকারা। তবে তাদের অভিনীত ছবিকে দর্শক পছন্দ করে নি। অন্যদিকে উঁচাই’তে অমিতাভ-অনুপম-বোমানের মতো জ্যেষ্ঠ তারকাদের ছবি দেখার জন্য দর্শকদের আগ্রহ বেড়েই চলেছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post