নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- শিক্ষা ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তবুও স্থানীয় সরকারের কুম্ভকর্নের ঘুম ভাঙে নি। শুক্রবার সকালে দক্ষিনেশ্বর ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে এভাবেই ঘাসফুল সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ঘাসফুল সরকারের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী বললেন, বাংলায় শিক্ষা ব্যবস্থা ঠিকমতো চলছে না।
বিগত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছেন চাকুরী প্রার্থীরা। মন্ত্রীর কথায়, বড় বড় নেতা-মন্ত্রী ও আমলারা জেলে যাবার পরও, কতদিনে চাকরি প্রার্থীরা ন্যায় বিচার পাবেন, তা নিয়েই এদিন তিনি প্রশ্ন তুললেন। এদিন তিনি বললেন, গত আগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু সেই চিঠির এখনও উত্তর মেলেনি। মন্ত্রীর সঙ্গে এদিন দক্ষিনেশ্বর মন্দিরে আসেন কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post