নিজস্ব প্রতিনিধি :- অনুব্রত মন্ডলের খাসতালুক রামপুরহাটের গণহত্যা নিয়ে ৭২ ঘন্টার মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এমনকি ঘটনাস্থল পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলও। প্রসঙ্গত, সোমবার রাতে বীরভূমের রামপুরহাটের বাগটুই গ্রামে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা বাগটুই গ্রাম। বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
আরো পড়ুন Fuel Price Hike: বেড়ে গেল রান্নার গ্যাস সহ পেট্রোল-ডিজেল এর দাম
জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। ইতিমধ্যেই রামপুরহাট থানার ওসিকে ক্লোজ করা হয়েছে। অপসারিত করা হয়েছে রামপুরহাটের মহকুমা পুলিশ অধিকারিককে। এদিকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যদিও সিবিআই ও এন আই এ তদন্তের দাবি চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস।
Discussion about this post