নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে জল সংরক্ষণ প্রকল্পের লক্ষে দেশের প্রতি জেলায় অন্ততঃ ৭৫ টি অমৃত সরোবর তৈরির কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কাঁচড়াপাড়ায় আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, আশা করবো, পশ্চিমবঙ্গ সরকার প্রতি জেলায় এই নির্দেশ পালন করবে।
আরো পড়ুন পানিহাটির জমা জল ও ডেঙ্গু পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন জেলাশাসক
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের কথায়, বি এল আর ও কমপক্ষে দেড় একর জমি বরাদ্দ করবে। সেই জমিতে পুকুর খনন করা হবে। পুকুর খনন করার পর সংগৃহীত মাটি বিক্রি করা হবে। মাটি বিক্রির টাকায় পুকুর পাড়ের সৌন্দর্য বাড়ানো হবে। এমনকি সাংসদ কিংবা বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের অর্থ এখানে ব্যয় করা যাবে। এদিনের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুভাষ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, কল্যানী এইমসের অধ্যক্ষ ডাঃ রামজি সিং, কল্যানীর বিধায়ক অম্বিকা রায় ও হরিনঘাটার বিধায়ক বঙ্কিম ঘোষ প্রমুখ।
Discussion about this post