নিউজ ডেস্ক:- রহস্যময় গল্প নিয়ে নির্মিত UNLOCK 🔓 7 এর ট্রিজার লঞ্চ হয়ে গেল কলকাতায়। সাত বন্ধুর পাহাড়ে এক গ্রামে ঘুরতে যাওয়ার গল্প নিয়েই নির্মিত এই UNLOCK 🔓 7 । ওখানে পৌঁছানোর পরে তারা বুঝতে পারে লকডাউন এর সময় ওখানকার বসবাসকারী মানুষরা কিভাবে কত সমস্যার মধ্যে দিন কাটায়।
সব শুনে বা দেখে তারা হতবাক হয়ে যায়। এবং ওই সময়কার এক ঘটনা শুনে বিশমিত হয়ে পড়ে।। সেই রহস্যের সমাধান করতে পারবে নাকি জানতে হলে আপনাদের দেখতে হবে গ্যালাক্সি এন্টারটেইনমেন্টের UNLOCK🔓 7। পুরো ছবিটার শুটিং হয়েছে শিলিগুড়ি লোলেগাঁও কালিম্পং জুরে। এই ছবিটির প্রযোজক হলেন নাসিম আহমেদ খান, ছবিটির পরিচালক এবং গল্পটা লিখেছেন ঋক ।
ছবিটিতে অভিনয় করেছেন রাজেশ শর্মা, ঋক, কমল, সানা, চিত্রালী, সৃজা, রিতিশা, রাত্রি, রাজশ্রী, অরুণ এবং নেপালি অভিনেতা-অভিনেত্রীরা। এই ছবির সংগীত পরিচালনা করেছেন রঙ্গন এবং অর্ণব বসাক, ক্যামেরা করেছেন আশীষ হালদার।
আরো পড়ুন কলকাতার আইসিসিআর এ ‘পেন মহোৎসব ২০২২’
Discussion about this post