কল্যান দত্ত, পূর্ব বর্ধমান: দৈনন্দিন বাজারে যখন সরষের তেলের দাম নিয়ে সাধারণ মানুষের পকেটে আগুন লাগার মত অবস্থা, সেই সময় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ভেজাল সরষের তেলের কারবার ফেঁদে লক্ষ লক্ষ টাকা মুনাফা নেওয়ার কাজে ব্যস্ত। বুধবার মেমারীর ছিনুই শীতলাশতলা এলাকা থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এমনই ভেজাল সরষের তেল তৈরি কারবারের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করল। মেমারি পুলিশের তরফে বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণ ভেজাল সরষের তেল।
আরো পড়ুন Weather Updates: বেতাল শীত! মাফলারের সঙ্গী এখন ছাতা, সপ্তাহান্তে হতে পারে ‘হাওয়া-বদল’
পুলিশ সূত্রে জানা যায়, স্পেশাল অভিযানে ৫২ টি ভেজাল সরষের তেল ভর্তি টিন,৭৪ টি খালি টিন ও নগদ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কিছু নামী কোম্পানির স্টিকারও বাজেয়াপ্ত করেছে মেমারি পুলিশ। সাথে সাথে আটক করা হয়েছে একটি ভর্তি খাবার তেলের টাঙ্কার। পুলিশ সূত্রে আরও জানা গেছে, রাইস অয়েলের সাথে রাসায়ানিক মিশিয়ে সরষের তেল তৈরি করে বিভিন্ন কোম্পানির স্টিকার লাগিয়ে তা বাজারে বিক্রি করা হত। এমনকি সেই তেলে সর্ষে তেলের মতো ঝাঁঝ ও রঙ আনতে নানা ধরনের রাসায়নিক ব্যবহার করা হত। পরে সেই তেল বাজারজাত করা হত। পুলিশ বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠিয়েছে।
Discussion about this post