নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- মালবাহী মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। জখম এক ভ্যান চালক। শনিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার ঘোষপাড়া রোডে ইছাপুর রাইফেল ফ্যাক্টরীর সামনে। মৃতের নাম সমর চক্রবর্তী ( ৪৩)। তাঁর বাড়ি ইছাপুর স্টোর বাজারে।
আরো পড়ুন ‘পিশাচ’ ছবির পোস্টার লঞ্চ হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে
তিনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী ছিলেন। গুরুতর আহত ভ্যানচালক হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় একটি মিনি ট্রাক ধাক্কা মারে ভ্যান চালককে। পাশ দিয়ে যাওয়ার সময় ভ্যান চালক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ধাক্কায় সাইকেল আরোহী রাস্তায় ছিটকে ওই গাড়ির তলায় পড়লে, গাড়িটি সাইকেলটিকে কিছু দূর টেনে নিয়ে যায়।
আরো পড়ুন হেরিটেজ তকমা বাঙালির দুর্গাপূজায়, আগামী বছর ১০ দিন থেকে পালিত হবে দুর্গোৎসব – ঘোষণা মুখ্যমন্ত্রীর
আহত দুজনকে ব্যারাকপুর বিএন বসু মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে সাইকেল আরোহীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। নোয়াপাড়া থানার পুলিশ চালক-সহ ঘাতক গাড়িটিকে আটক করেছে।
Discussion about this post