নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর : – বিজেপি করার অপরাধে কাঁচের দোকানে ভাঙচুর চালিয়ে লুঠপাট করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গত ১৬ জানুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর সংসদের উত্তরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে ওই সংসদ থেকে সিপিএম প্রার্থী হয়েছিলেন মোহন পোড়েল। তাঁর কাঁচের দোকান আছে।
আরো পড়ুন খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে BANGLAR GORBO AWARD 2022 (season3)
ওই দোকানটি দেখভাল করেন মোহন বাবুর ভাই সঞ্জয় পোড়েল। অভিযোগ, বেশ কিছুদিন ধরে সঞ্জয়কে হুমকি দেওয়া হচ্ছিল। ১৬ জানুয়ারি রাতে বন্ধ দোকানের তালা ভেঙে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়ে টাকা-পয়সা লুঠ করে। পরদিন অর্থাৎ সোমবার মোহন পোড়েল টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন। যদিও দোকান ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকেই পাকড়াও করেনি বলে অভিযোগ উঠেছে।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
মোহন বাবুর দাবি, নগদ ৭০ হাজার টাকা লুঠের পাশাপাশি আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী মিলিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। অভিযোগ অস্বীকার করে মোহনপুর পঞ্চায়েত উপপ্রধান নির্মল কর বলেন, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই। সম্পত্তি নিয়ে পারিবারিক গন্ডগোলের জেরে এই ঘটনা।
Discussion about this post