নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: স্বেচ্ছাসেবী সংস্থা অর্থাৎ শ্রী সবুজের অভিযান -এর উদ্যোগে দুঃস্থ শিশুদের দুপুরের আহার প্রদান ও বসন্ত উৎসব পালন পালন করা হয়। ৫ই মার্চ ২০২৩ রবিবার একই দিনে দুটি অনুষ্ঠান পালন করলেন শ্রী:সবুজের অভিযান স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
এই দিন সকাল ৮টায় নতুন আমিরপুর হাইস্কুল প্রাঙ্গনে বসন্তের রঙে রঙিন হয়ে প্রভাত ফেরীর পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গে ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেব দাস ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা। বিদ্যালয়ের প্রতিটি ছাত্র-ছাত্রীর হাতে এবং আমন্ত্রিত অতিথি ও শিল্পীদের হাতে একটি করে বৃক্ষচারা তুলে দেন শ্রী:সবুজের অভিযানের সদস্যরা।
এরপরে দুপুর ১ টায় তালপুকুর নবাবহাটের আদিবাসী পাড়ায় তিতাসার শুভ জন্মদিন উপলক্ষে ৫০জন দুঃস্থ শিশুর জন্য দুপুরের আহারের ব্যবস্থা করা হয় শ্রী:সবুজের অভিযানের পক্ষ থেকে। একই দিনে উভয় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগঠনের সম্পাদক অম্লান মজুমদার ও সদস্য অন্জিষ্ণু মুখোপাধ্যায়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post