নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয় শুক্রবার ২৯শে সেপ্টেম্বর। উদ্বোধন করেন, বর্ধমান দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল।
উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লকের জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, দুর্গাপুর সোসাইটি ম্যানেজমেন্ট সাইন্সের প্রতিষ্ঠাতা সম্পাদক শিউলি মুখার্জী, মেমারি চক্রের এসআই ভজন ঘোষ, প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা।
এদিন বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন, মহকুমা শাসক, পরে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন এবং রসায়ন বিভাগের ল্যাবরেটরির উদ্বোধন করেন। পরে প্রদীপ প্রজ্জ্বলনসহ উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করেন। ডিজিএমএস এর পক্ষ থেকে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে দুই খানি ফ্যান তুলে দেন। অনুষ্ঠান মঞ্চে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post