নিউজ ডেস্ক: অবসর সময়ে কিংবা কাজের ফাঁকে পছন্দের সিরিয়াল দেখা দর্শকদের রোজকারের অভ্যাস। ইদানিং দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)।টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের বয়স বেশিদিন নয়। কিন্তু এরইমধ্যে মাত্র অল্প কয়েকদিনেই বাংলার সিরিয়ালপ্রেমী দর্শককের কাছে বেশ পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে নায়ক-নায়িকা সূর্য দীপার এই মিষ্টি প্রেমের গল্প। এই সিরিয়ালের অন্যতম মূল ইউএসপি হল ডাক্তারবাবু সূর্য আর দীপার সহজ-সরল দাম্পত্য জীবন।
বেশ কিছুদিন হয়ে গেল বান্ধবী মিশকার (Mishka) চক্রান্তে দীপাকে ভুল বুঝেই চলেছে সূর্য। এমনকি সূর্য দীপাকে জানিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি সে তার বান্ধবী মিশকাকে বিয়ে করবে। যদিও পরে সূর্য মিশকাকে বোঝায় এসব কথা সে মন থেকে বলেনি। দীপার ওপর রাগ করে তার মুখ দিয়ে এসব ভুলভাল কথা বেরিয়ে গিয়েছে। সূর্য বারণ করা সত্ত্বেও ইতিমধ্যেই সে তার সাথে সূর্যর এনগেজমেন্টের তোড়জোড় শুরু করে দিয়েছে। অন্যদিকে দেখা গিয়েছে তবলা অসুস্থ শরীরে কোনোরকমে দীপার কাছে গিয়ে জানিয়ে দিয়েছে মিশকার আসল সত্যি। তবলা দিপাকে জানিয়েছে এতদিন তার জীবনে যত রকমের বিপদ এসেছে তার সবকিছুর পিছনেই রয়েছে মিশকার হাত। এসব শুনে দীপা সোজা চলে যায় হাসপাতালে। সেখানে গিয়েই একের পর এক প্রশ্নের সাথে সাথেই চড় কষিয়ে দেয় মিশকার গালে।
অবস্থা বেগতিক দেখে নাটক করে চোখের জল ফেলে মিশকা। এমনকি দীপার হাতে পায়ে ধরে সে। আসলে সূর্যকে আগে থেকে দেখে সে ইচ্ছা করে নাটক করছিল। যার ফলে সূর্য আগের মতোই এবারও দিপাকেই ভুল বোঝে। কিন্তু বারবার এই এক ট্র্যাক দেখে ভীষণ বিরক্ত দর্শক। তারা চাইছেন এবার যে করেই হোক সত্যিটা সকলের সামনে আসুক। তবে দীপা যেভাবে মিশকাকে কষিয়ে থাপ্পড় মেরেছে তা দেখে দারুণ খুশি দর্শকদের একাংশ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post