নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে দিকে দিকে দিদির দূতদের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। বুধবার দিদির দূত হিসেবে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়েছিলেন দমদম-ব্যারাকপুর সংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা বরানগরের বিধায়ক তাপস রায়। এদিন তাপস রায়কে কাছ পেয়ে গ্রামবাসীরা বঞ্চনা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন।
আবাস যোজনা প্রকল্পে ঘর থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বেহাল রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা নিয়ে দিদির দূতকে ক্ষোভ জানালেন গ্রামবাসীরা। এমনকি পানীয় জলের সমস্যা নিয়েও এদিন তারা সরব হলেন। সূর্যপুর মাতারাঙ্গী মোড়ের কাছে একটি বেহাল শিশু উদ্যানে সন্ধে নামতেই নেশাখোড়রা আশ্রয় নেয় বলে অভিযোগ গ্রামবাসীদের। তবে গ্রামবাসীদের অভাব-অভিযোগ খতিয়ে দেখে এদিন সমাধানেরও আশ্বাস দিলেন দিদির দূত তাপস রায়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post