তনুময় দেবনাথ : দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে ঝুড়িপাড়া পাঁচমাথা মোড় থেকে বড় শৌলমারি ঠাকুর পঞ্চানন হাই স্কুল পর্যন্ত রাস্তা সংস্কারের কাজে সূচনা হলো। শনিবার নববর্ষের শুভ দিনে রাস্তার কাজের সূচনা করেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সিতাই এর বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণকান্ত বর্মন, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন প্রমূখ। জানা গেছে, ১ কোটি ২৭ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে ওই রাস্তা সংস্কারের কাজ করা হবে। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে ওই রাস্তার কাছে সূচনা হওয়ায় খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, বড়শৌলমারী থেকে দিনহাটা শহরে আসার মূল রাস্তা এটি।
বারংবার রাস্তা সংস্কারের দাবিকে সামনে রেখে ওই এলাকার বাসিন্দারা পথ অবরোধ থেকে শুরু করে আন্দোলন কর্মসূচিতে সামিল হন কিন্তু তবুও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি। এক সময় আন্দোলনকারীরা হুমকি দেন ভোট বয়কটের। তবে সেই সমস্ত বিভিন্ন বিষয়কে মাথায় রেখেই একেবারেই পঞ্চায়েত নির্বাচনের দোরগোড়ায় রাস্তা সংস্কারের কাজের সূচনা হল ওই এলাকায় যার ফলে আগামী দিনে গ্রামীণ এলাকার সাধারণ মানুষ যাতে কোন অসুবিধায় না পড়েন চলাচলের ক্ষেত্রে সেই কথা মাথায় রেখে এ ধরনের উদ্যোগ বলে জানা গেছে। এদিন বক্তব্য রাস্তা দিয়ে উপস্থিত সকলেই সাধারণ মানুষের কাছে আবেদন করেন যাতে সবাই রাস্তা তৈরি ক্ষেত্রে সব রকম ভাবে সহযোগিতা করেন। এদিকে স্থানীয় এলাকার বাসিন্দারা জানান রাস্তার কাজের সূচনা হলো ভালো লাগছে । দ্রুত যাতে রাস্তাটি সংস্কার করে দেওয়া যায় সেই বিষয়টিও যাতে প্রশাসন দেখে এমনটাই বলছেন স্থানীয়রা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post