নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হল বৃহস্পতিবার। গ্রীষ্মের মরশুমে যত গরম বাড়ছে বিভিন্ন সরকারি হাসপাতালে তত রক্তের সংকট দেখা দিচ্ছে, সরকারি হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে মন্তেশ্বর ব্লকে কুসুমগ্ৰাম কিষান মান্ডিতে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো, এই রক্তদান শিবিরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, মন্তেশ্বর এর বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ আরও বিশিষ্ট জনেরা।
আরো পড়ুন Rampurhat Update: ১০ পরিবারকে চাকরি, রামপুরহাট কাণ্ডে নিহত পরিবারের নিকটাত্মীয়দের চাকরি
রক্তদান শিবিরের শুরুতে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা হয়। পাশাপাশি অকাল প্রয়াণে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। বর্ধমান মেডিকেল কলেজের ও হাসপাতালে সহায়তায় ২০০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। প্রত্যেক রক্তদাতাদের মানপত্র ও একটি গিফট সম্মান স্বরূপ তুলে দেয়া হয়।
আরো পড়ুন Jagdeep Dhankhar: মতুয়া মেলায় যোগ দিতে যাওয়ার সময় অসুস্থ হয়ে মাঝপথ থেকেই রাজভবন ফিরলেন রাজ্যপাল
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী অর্থাৎ মন্তেশ্বর এর বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী, প্রাণী ও ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক এরমধ্যে উপস্থিত ছিলেন মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পূর্বস্থলী উত্তর বিধায়ক তপন চ্যাটার্জি, ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী, জামালপুরের বিধায়ক অর্থাৎ বর্ধমান জেলা যুব সভাপতি অলোক মাঝি, বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল পারামানিক, জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, সহ-সভাপতি শেখ আহমদ হোসেন, মন্তেশ্বর ব্লক সভাপতি আজিজুল হক মন্ডল , ব্লক যুব সভাপতি দেবপ্রিয় যশ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দ।
Discussion about this post