নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ভাটপাড়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া কেউটিয়ার একটি ইঁট ভাটার অসহায় শ্রমিক পরিবারের পাশে দাঁড়াল কলকাতার শ্বাশ্বতী ফাউন্ডেশন ও জীবন সাথী বিকাশ ফাউন্ডেশন। রবিবার ছুটির দিন কলকাতার ওই দুই স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে ইঁট ভাটার শতাধিক বাচ্চাদের নতুন পোশাক উপহার দেওয়া হল।
আরো পড়ুন West Bengal Government: কেন্দ্রের পুরস্কার পেল পশ্চিমবঙ্গ
তাছাড়া বাচ্চাদের হাতে তুলে দেওয়া হল শুকনো খাবারও। এদিন হাজির ছিলেন ওই সংস্থার তরফে হাজির ছিলেন শ্বাশ্বতী দাস, পরেশ শর্মা, বর্ষা ভৌমিক, সংগীতা দত্ত, সুশান্ত দত্ত ও পুলক দাস। প্রসঙ্গত, হোলি উৎসবের দিন ওই ইঁট ভাটার শ্রমিক পরিবারের বাচ্চাদের শিক্ষা সামগ্রী প্রদান করেছিল শ্বাশ্বতী ও জীবনসাথী বিকাশ ফাউন্ডেশন। শ্বাশ্বতী ফাউন্ডেশনের সদস্য পরেশ শর্মা জানান, করোনাকালে শিল্পাঞ্চলের বেশ কয়েকটি ইঁট ভাটার অসহায় শ্রমিক পরিবারের পাশে তারা দাঁড়িয়েছিলেন। হোলি উৎসবের দিন ওই কেউটিয়ার ইঁট ভাটার শ্রমিক পরিবারের বাচ্চাদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
Discussion about this post