নিউজ ডেস্ক: Royal Enfield বাইক ব্লাস্টের ভিডিয়ো রীতিমতো Viral। রাস্তার মধ্যে এমন একটি ব্লাস্ট দেখে সকলেই বেশ হতভম্ব। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো Viral হয়েছে ঝড়ের গতিতে। এই ভিডিয়ো বেশ বিপদজনক, কারণ রাস্তার মধ্যে এমন একটি ঘটনা যে আচমকা ঘটে যাবে তা কেউ ভাবতেই পারেনি। বাইক ব্লাস্টের ঘটনাটি যখন ঘটে, তখন সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। এর ফলে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত বড় ধরনের কোনও বিপদ।
আরো পড়ুন
Sell of meat banned in Delhi during Navaratri 2022: নবরাত্রি চলাকালীন দিল্লিতে বন্ধ মাংস বিক্রি
সোশ্যাল মিডিয়ায় Viral হওয়া সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে টুইটারে। @AlluHarish17 নামের টুইটারের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে Viral হওয়া সেই ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, একটি জনবহুল এলাকায় আচমকা একটি ব্লাস্ট হয়। বিরাট আগুনের গোলা আকাশের দিকে উঠে যায়। তার আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে এবং অনেকেই সেখানে উপস্থিত রয়েছেন। ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে শোরগোল পড়ে যায়। সকলেই দৌড়াদৌড়ি শুরু করে দেন। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় Viral হওয়া সেই ভয়ংকর ভিডিয়ো।
আরো পড়ুন
కసాపురంలో బుల్లెట్ బండి మైసూరు నుండి కసాపురం కు నాన్ స్టాప్ గా వచ్చినందుకు పేలిపోయింది #guntakal #RoyalEnfield #Bullet #bike #fire #ACCIDENT #RoyalsFamily #RoyalEnfield pic.twitter.com/GGaRAnCY5x
— Allu Harish (@AlluHarish17) April 3, 2022
সোশ্যাল মিডিয়ায় Viral হওয়া ভিডিয়তে যে ব্লাস্টের ছবি দেখা যাচ্ছে আসলে সেটি হল একটি Royal Enfield বাইক। জানা গিয়েছে যে রাস্তার পাশে রাখা ছিল সেই Royal Enfield বাইক। আচমকা সেই বাইকটি ব্লাস্ট করে এবং আগুন ধরে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেই বাইকে আগুন লেগে যায় এবং দাউদাউ করে জ্বলতে থেকে। পুরো ঘটনাটি এমন আচমকা ঘটে যায় যে, কেউ কিছুই করতে পারে না। সকলেই বেশ হতবাক হয়ে যায় এমন একটি ঘটনা দেখে। জানা গিয়েছে যে, Royal Enfield বাইকটি করে প্রায় 387 কিমি চালিয়ে পূজা দিতে আসেন এক মন্দিরে। সেই মন্দিরের সামনেই ব্লাস্ট হয় Royal Enfield বাইক। রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post