নিউজ ডেস্ক : সপ্তাহান্ত থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কালীপুজোর আগেই শুষ্ক আবহাওয়া শুরু বাংলায়। পারদ পতন তেমন না হলেও রবিবার রাত থেকেই ধীরে ধীরে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। রবিবার বেলার দিকে বেশ ঝলমলে রোদের দেখা মিললেও দাবদাহ পরিস্থিতি থাকবে না৷
আরও পড়ুন পূর্ব বর্ধমানের এক গ্রামে থাকেন কালী ঠাকুরের 4 বোন
ধীরে ধীরে ভোর এবং রাতের দিকে বেশ ঠান্ডা অনুভুত হতে শুরু করে দিয়েছে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে। বর্ষা বিদায়ের পর রাজ্যে প্রবেশ করতে চলেছে উত্তুরে হাওয়া। তারই জেরে ক্রমশ কমবে রাতের তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, এ বছর সময়ের আগেই বাংলায় প্রবেশ করবে শীত। গত কয়েক বছরের তুলনায় হয়ত শীতের প্রাবল্য কিছুটা বেশিই থাকতে পারে।
আরও পড়ুন দীপাবলিতে খুদে পড়ুয়াদের তৈরী পরিবেশ বান্ধব প্রদীপে আলোকিত হবে গ্রাম
উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে। কমছে তাপমাত্রাও। শীতের অনুভূতি শুরু হয়েছে। আপাতত সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানান হয়েছে। তবে ক্রমশ রাজ্যের প্রতিটি জেলাতেই ভোরের দিকে আংশিক কুয়াশা থাকবে। সোমবার ও মঙ্গলবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি করে অনুভূত হবে।
Discussion about this post