নিউজ ডেস্ক: বুধ ও বৃহস্পতি তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী সোম ও মঙ্গলবার গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আর তার জেরে মাত্রাছাড়া গরমে কিছুটা লাগাম পড়তে পারে। ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। কিন্তু তার আগে বুধবার এবং বৃহস্পতিবার গরমের জোরদার দাপট মালুম হতে পারে। বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা তাপপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরো পড়ুন Diamond Harbour football Club: আসন্ন মরশুম থেকেই প্রথম ডিভিশনে খেলবে অভিষেকের ডায়মন্ড হারবার ক্লাব
তবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তাপমাত্রা থাকবে সব থেকে বেশি। এই সময় শিশু এবং বয়স্ক মানুষদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
Discussion about this post