নিজস্ব প্রতিবেদন: ‘ভোটারদের হুমকি দিতে গিয়েছিল। যাতে ভোট দিতে না যায়’। আরামবাগে আক্রান্ত হওয়ার পর স্ত্রী সুজাতার পাশে দাঁড়ালেন না বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বললেন, ‘এটা মানুষের মতের বহিঃপ্রকাশ’।
লোকসভা ভোটের সময়ে আদালতে নির্দেশে ঢুকতে পারেননি নিজের নির্বাচনী এলাকায়। তখন বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র (Saumitra Khan) হয়ে প্রচারে চালিয়েছিলেন তাঁর স্ত্রী সুজাতা। সেই সুজাতাই এখন তৃণমূলে। দলে যোগ দেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে হুগলির আরামবাগ কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন ভোটগ্রহণ চলাকালীন সেখানকার একটি বুথে প্রবল বিক্ষোভের মুখে পড়ে শাসকদলের প্রার্থী। বাঁশ, চেলা কাঠ হাতে নিয়ে তাঁকে তাড়া করতে দেখা যায় গ্রামবাসীদের। সুজাতার অভিযোগ, ওই কেন্দ্রে বুথ দখল করেছিল বিজেপি। তিনি খবর পেয়ে সেখানে যান। তারপরই তাঁর উপরে হামলা করেন বিজেপি কর্মীরা। প্রাণনাশের চেষ্টা করা হয়। তাঁর দাবি, ‘ঘটনাস্থলে পৌঁছতেই একে মেরে দে একে মেরে দে বলে তেড়ে আসে বিজেপি লোকেরা।’ ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে তৃণমূল। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।
এই ঘটনাটি কীভাবে দেখছেন? বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) ফোনে Zee ২৪ ঘণ্টার ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে বললেন, ‘সুজাতা বহিরাগত প্রার্থী। স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে খোঁজখবর করা উচিত ছিল। এভাবে সরাসরি গিয়ে গ্রামবাসীদের উত্যক্ত করা ঠিক নয়’। তাঁর দাবি, ‘সুজাতা ওই বুথে ভোটারদের হুমকি দিতে গিয়েছিল, যাতে কেউ ভোট দিতে না যায়। ওখানকার ভোটাররা ২০১১ সালের পর থেকে ভোট দিতে পারেননি। এটা মানুষের মতের বহিঃপ্রকাশ’। তাহলে কি সুজাতার দিকে থেকেই প্ররোচনা ছিল? সৌমিত্রের জবাব, ‘ও ছেলেমানুষী করে ফেলেছে। রাজনীতি নিয়ে ছেলেমানুষী করে ফেলেছে। এটা যদি না করত, তাহলে হয়তো জিততে পারত। আরামবাগ স্পর্শকাতর জায়গা। এখানকার মানুষের সঙ্গে তর্ক-বিতর্ক করে জেতা যায় না’।
প্রসঙ্গত, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে সুজাতার সঙ্গে সম্পর্কছেদ করার কথা ঘোষণা করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এমনকী, প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে স্ত্রীর জন্য চোখের জল ফেলতে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীকালে ডিভোর্সের নোটিশও পাঠিয়ে দেন সুজাতাকে। এরপর স্বামীর কথা বলতে গিয়ে একাধিকবার আবেগপ্রবণ হয়ে পড়েন সুজাতাও। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post