জওয়ানদের ঘিরে ধরে বিক্ষোভ
তারকেশ্বর: দশম শ্রেণির ছাত্রীকে মুখ চেপে ধরে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ খোদ জওয়ানের বিরুদ্ধে। ভোটের আগের (West Bengal Assembly Election 2021) রাতেই ভয়ঙ্করকাণ্ড তারকেশ্বরে।
তারকেশ্বরের ১৫৮ নম্বর বুথে ৮ জন জওয়ান ভোটের দায়িত্বে এসেছিলেন। সোমবার রাতে ওই এলাকারই বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী তার বন্ধুর বাড়িতে যাচ্ছিল। স্কুলের সামনের রাস্তা ফাঁকাই ছিল। সে সময় বুথের বাইরে হাঁটাচলা করছিলেন অভিযুক্ত জওয়ান।
ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন
অভিযোগ, ওই জওয়ান ছাত্রীর মুখ চেপে ধরে রাস্তা থেকে টেনে পাশে জঙ্গলের দিকে নিয়ে যান। কিন্তু ছাত্রী কোনওভাবে জওয়ানের হাত সরিয়ে চিৎকার শুরু করে। তখনও গ্রামবাসীরা ছুটে আসেন। অভিযুক্ত জওয়ানকে হাতেনাতে ধরে জুতোপেটা শুরু করে উত্তেজিত জনতা। পরে তারকেশ্বর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামের উত্তেজনা রয়েছে। অভিযুক্ত জওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে।
দেখুন ভিডিয়ো
<
h3
ভোটের দায়িত্বে আসা জওয়ানের এই ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post