পৃথা মন্ডল : করোনার গ্রাফ উর্ধমুখী হওয়ার ফলে রাজ্যে নানান বিধিনিষেধ জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় কন্টেনমেন্ট জোন ও কড়া নিয়মাবলীর নজরদারি করা হয়েছিল। এবার রাজ্যে লকডাউনে কী কী বন্ধ থাকবে জেনে নিন; ভিক্টোরিয়া, চিড়িয়াখানা থেকে শুরু করে সমস্ত টুরিষ্ট ষ্পট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন সাহিত্য সাধনায় পানের দোকানে বসে বেহালার পিন্টু পোহান লিখে ফেলেছেন প্রায় একডজন উপন্যাস
বিয়ে বাড়িতে সর্বোচ্চ ২০০ জন নিয়ে অনুষ্ঠান করা যাবে। সেলুন, ষ্পা কোভিডবিধি মেনে খোলা হবে। এছাড়াও বন্ধ থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সুইমিং পুল, শপিং মল। করোনা বিধি মেনে খোলা মেলা জায়গায় মেলা করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু দোকানপাট ঘেঁষা ঘেঁষি করে বসানো যাবে না এবং সাধারণ মানুষের ভিড় নিয়ন্ত্রণের দিকেও নজর রাখতে হবে মেলা কতৃপক্ষকে।
আরো পড়ুন পিছিয়ে গেল রাজ্যের চার পুরসভার ভোট, আগামী ১২ ফেব্রুয়ারি হবে ভোট জানালো রাজ্য নির্বাচন কমিশন
Discussion about this post