নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- আটক তিন অস্ত্র কারবারি। জানা গেছে,বিহারের মুঙ্গের থেকে অস্ত্র সরবরাহ করতে এসে পূর্ব বর্ধমান জেলার,কাটোয়া রেল স্টেশনে বেঙ্গল এসটিএফ এর জালে ধৃত তিন অস্ত্র কারবারি। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে বেঙ্গল এসটিএফ এর একটি টিম জিআরপি সঙ্গে যৌথভাবে অভিযান চালায় কাটোয়া রেল স্টেশন এলাকায়। আটক করা হয় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে।
আটক ব্যক্তিদের তল্লাশি করার সময় তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় তিনটি পিস্তলসহ কয়েক রাউন্ড তাজা কার্তুজ ও ছয়টি ম্যাগাজিন বলে জানা গেছে।জানা গেছে,ধৃতদের মধ্যে একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা, নাম সিরিয়াল মন্ডল। এবং মুর্শিদাবাদের দুই জন যাদের নাম কাউসার সেখ, বাড়ি মুর্শিদাবাদের নওদা ও সুদিপ খান, বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া। পুলিশ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করতে ধৃত দুজন কতটা স্টেশনে এসেছিল। অন্যদিকে মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে সাপ্লাই দিতে এসেছিল সিরিয়াল মন্ডল।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত তিন জনই অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ভোটের আগে ফের কাটোয়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার পর মঙ্গলবার সকালে তিনজনের মেডিক্যাল করা হয় কাটোয়া মহাকুমা হাসপাতালে। সুত্রের খবর, ধৃতদের মঙ্গলবার কাটোয়া কোর্টে তোলা হয় ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post