পৃথা মন্ডল : 24×7 নিউজ বেঙ্গলের Matri Shakti Shyama Shamman 2021 বেশ অনেকগুলো পুজো প্যান্ডেল থেকে মোট সাতটি কে বেছে নিতে হয়েছে আমাদের। Matri Shakti Shyama Shamman এর তরফ থেকে বাছাই করে নেওয়া হয়েছে সাতটি সেরা কে। কিন্তু তাছাড়াও আমরা একটি লিস্ট রেখেছিলাম প্রথম রাউন্ডে দশটি প্যান্ডেলকে বাছাই করে, তাদের মধ্যে আছে
- মাষ্টারদা ক্লাব
- লেক গার্ডেন কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাব
- মৈনাক ক্লাব
- বড়িশা শান্তি সঙ্ঘ
- ত্রিভুবন ক্লাব
- কালীঘাট নতুন সঙ্ঘ
- বেলেঘাটা ১১ ও ১২৩ পল্লী যুবক বৃন্দ
- উওর কলকাতা সাঁজের প্রদীপ শ্যামা পূজা সমিতি
- শ্যামা পল্লী শ্যামা সংঘ
- গিরিশ পার্ক ফাইভ ষ্টার স্পোর্টিং ক্লাব ।
এই পুজো প্যান্ডেল থেকে আমাদেরকে বেছে নিতে হয়েছে ছয় জন সেরা কে। দেখে নেওয়া যাক এই 7 জন সেরা কারা কারা!
1. মাতৃ শক্তি বছরের সেরা সেরা : মৈনাক ক্লাব।
2. মাতৃশক্তি সেরা প্রতিমা : বড়িশা শান্তি সংঘ।
3. মাতৃশক্তি সেরা প্যান্ডেল : লেক গার্ডেন্স কালচারাল ফ্যানস অ্যাসোসিয়েশন।
4.মাতৃশক্তি সেরা আলোকসজ্জা : বেলেঘাটা ১১ ও ১২৩ পল্লী যুবকবৃন্দ।
5. সেরা সামাজিক বার্তা : মাস্টারদা ক্লাব।
6. বিশেষ সম্মান ( judges choice ) : উত্তর কলকাতা সাঁজের প্রদীপ শ্যামা পূজা সমিতি, শ্যামা পল্লী শ্যামা সংঘ।
প্রত্যেকটি ক্লাবই তাদের মত করে সাজিয়ে তুলেছিল মায়ের প্যান্ডেল কে। সকল ক্লাবকে ও ক্লাবের সদস্যদের Matri Shakti Shamman থেকে অভিনন্দন।
Discussion about this post