নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: বর্তমান সময়ে রাজ্যের নানা প্রান্তে বেশ কিছু তৃণমূল নেতাদের প্রাসাদোপম বাড়ি, কুবেরের সম্পত্তি নিয়ে বিস্তর কথা চালাচালি হচ্ছে। কিন্তু সেখানে ব্যতিক্রমী মন্তেশ্বর ব্লক সভাপতি আজিজুর শেখ। টিনের ছাউনি দেওয়া মাটির ঘরে বাস তার। দিনভর দলের কাজ নিয়ে ব্যস্ত থাকে সে। দলের হয়ে নানা কর্মসূচি এবং সাধারণ মানুষের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যান তিনি। আজিজুল বাবু এলাকায় স্বচ্ছ ভাবমূর্তির জনপ্রিয় নেতা হিসাবে পরিচিত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তার গুরুত্ব অনন্য ভূমিকা নেবে বলেই মত সকলের। কৃষি শ্রমিক পরিবারের চরম অর্থাভাবেও আজিজুর শেখ কলেজ থেকে স্নাতক। পরিবারে স্ত্রী,কন্যা ও দুই ভাই রয়েছেন। সংসারের সমস্ত ভার আজিজুল শেখের কাঁধেই । তিনি কলেজে পড়ার সময় থেকেই চাষ আবাদের কাজ করেন। এখনও দলীয় কাজকর্মের পাশাপাশি চাষ আবাদ সেটাই পেশা তাঁর। রাত পর্যন্ত চলে দলীয় কাজ।
তবে তিনি মানুষের জন্য কাজ করা থেকে বিরত থাকেননা । নিজের বাড়ি পাকা না হলেও তিনি এলাকার দুঃস্থ মানুষদের বাড়ি পাকা করতে ও তাঁদের নানাবিধ সরকারি সুযোগ সুবিধে দিতে দিনরাত এক করে খেটে চলেছেন। নিজের জন্য কিছুই চান না তিনি। আজিজুর শেখের বক্তব্য, রাজনৈতিক দল করি মানুষের জন্য। আর চাষ আবাদের কাজ করি নিজের পরিবারের জন্য। তাই এই কাজে আমার কোনও কুণ্ঠাবোধ নেই। আজ বাড়ি নেই তো কি হয়েছে, কখনও তিন ভাই মিলে খেটেখুটে বাড়িটা বাড়াব। কিন্তু দলের দৌলতে বাড়ি হয়েছে, এমন কথা যেন কেউ বলতে না পারে।
বহু প্রতীক্ষার পর, বহু প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কয়েক মাস যাবত বিভিন্ন টানা পোড়েনের মধ্য দিয়ে সেপ্টেম্বর ২০২২ এর শেষের দিকে ব্লক সভাপতির চেয়ারে বসেন আজিজুর শেখ। সেই সময় আজিজুর শেখ ব্লক সভাপতি ঘোষণা হওয়ার সাথে সাথে এলাকার মানুষ আনন্দ উচ্ছাসে মেতে ওঠেন।। আজিজুর শেখ একজন দক্ষ সংগঠক অপর থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে বরাবরই পছন্দ করেন তিনি, আর সমস্ত দিক বিচার বিবেচনা করেই আজিজুর শেখের উপর আবারও ভরসা রেখেছেন মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের যে বিধানসভা ভোট হয়েছিল সেই ভোটে বিশাল জয় এনেছিল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর আর তার নেতৃত্বও দেন বর্তমান ব্লক সভাপতি আজিজুর শেখ। সাধারণ জীবন যাপনে অভ্যস্ত আজিজুর বাবু।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post