নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ফুটবল তারকা লিওনেন মেসির জন্মদিন ঘটা করে বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে। আর্জেন্টিনা থেকে বহুদূরে ইছাপুর নবাবগঞ্জ মেসি ফ্যান ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার মেসির ৩৫ জন্মদিন ঘটা করেই পালন করা হল। এদিন এলাকার আবাল-বৃদ্ধ-বনিতা মেতে উঠলেন প্রিয় ফুটবল তারকা মেসির জন্মদিন উদযাপনে। ৩৫ রকমের ৩৫ পাউন্ড কেক কেটে মেসির জন্মদিন পালন করা হল।
আরো পড়ুন অবৈধ চোলাই মজুতের অভিযোগে গ্রেপ্তার-৩
সেইসঙ্গে খাওয়া-দাওয়ার এলাহি আয়োজনও করা হয়েছিল। জন্মদিনের সমস্ত আয়োজন করেছেন স্থানীয় চা বিক্রেতা মেসির অন্ধভক্ত শিবে পাত্র। তিনি জানালেন, প্রতি বছরই মেসির জন্মদিন পালন করা হয়। এবারও ঘটা করে তাঁর জন্মদিন পালন করা হল। এদিন একজন প্রতিবন্ধীকে চলাফেরা করার জন্য গাড়ি প্রদান করা হল। পাশাপাশি ১০০ জন খুদে ফুটবলারকে জার্সি এবং স্থানীয় একটি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে ফুটবল দেওয়া হল।
Discussion about this post