নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: শনিবার ছিল বিশ্ব শৌচালয় দিবস। বিশ্ব শৌচাগার দিবস বা বিশ্ব টয়লেট দিবস হল প্রতিবছর ১৯ নভেম্বরে পালিত জাতিসংঘের একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক দিবস, যা বিশ্বব্যাপী পয়ঃনিষ্কাশন সংকট মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের অনুপ্রেরণা যোগায়।
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিশ্ব শৌচাগার দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ১৩টি পঞ্চায়েতেই শনিবার অর্থাৎ ১৯শে নভেম্বর এই অনুষ্ঠান করা হয়। জামালপুর- ১ নম্বর পঞ্চায়েতে টয়লেট দিবস অনুষ্ঠানটি তে উপস্থিত ছিলেন, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, ব্লকের জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ, জামালপুর- ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে ৱ্যালির মাধ্যমে জামালপুর পুল মাথায় পৌঁছে সেখানে একটি ছোট্ট সভা করা হয়। র্যালিতে এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার মানুষসহ স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সেখানে সকলকে শপথ বাক্য পাঠ করান জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post