সুরশ্রী রায় চৌধুরী: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বড় ঘোষণা, রাজ্যের মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার বিষয়ে নয়া সিদ্ধান্ত নিয়েছে যোগীর মন্ত্রিসভা। বিনামূল্যে রেশন দেওয়ার স্কিমের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল আরও তিন মাস। ৩০ জুন পর্যন্ত দেওয়া হবে বিনামূল্যে রেশন। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ।
আরো পড়ুন সিবিআই তদন্ত প্রসঙ্গে মুখ খুললেন অনুব্রত মণ্ডল
এ দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্কিমের আওতায় থাকা প্রত্যেক পরিবারকে পাঁচ কিলোগ্রাম করে খাদ্যশষ্য দেওয়া হল বিনামূল্যে। ২০২০-তে করোনা মহামারি শুরু হওয়ার পরই এই স্কিম কার্যকর করে মোদী সরকার। সেই যোজনার মেয়াদই আরও বাড়ানো হল। স্বচ্ছভাবে সেই যোজনায় রেশন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আরো পড়ুন Ripped Jeans: ছেঁড়া জিন্স পরে আসা যাবে না! কলকাতার কলেজে নতুন ফতোয়া
শুক্রবার লখনউয়ের বাজপেয়ী স্টেডিয়ামে ছিল যোগীর শপথ অনুষ্ঠান। লক্ষ লক্ষ সমর্থক উপস্থিত ছিলেন এ দিন। শীর্ষ বিজেপি নেতারাও ছিলেন সেখানে। মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডাও ছিলেন সেখানে। যোগী আদিত্যনাথ সহ মোট ৫২ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন শুক্রবার। এর মধ্যে ১৮ জন পূর্ণমন্ত্রী এবং ৩৪ জন রাষ্ট্রমন্ত্রী।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post