তনুময় দেবনাথ : একই পরিবারের তিনটি দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রাম গ্রামপঞ্চায়েতের টিয়াদহ এলাকার গোর্খারপাড়ে।
আরো পড়ুন পেট্রোপণ্য জি এস টির আওতায় আনলে লিটার পিছু ২০ টাকা কমবে বললেন সুকান্ত মজুমদার
আজ সকালে শোওয়ার ঘর থেকে স্হানীয় বাসিন্দা তথা পেশায় শ্রমিক মনোরঞ্জন সরকার(৫২), তার স্ত্রী শান্তনা বর্মন সরকার(২২), শিশুপুত্র রনি সরকার(৫) এর দেহ উদ্ধার হয়েছে। শনিবার রাতে পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রী সন্তানকে খুন করে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান।
আরো পড়ুন আসতে চলেছে নতুন হিন্দি ওয়েব সিরিজ ‘বিপিও’ (BPO)
স্হানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই ব্যক্তির বাড়ির দরজা দীর্ঘক্ষন বন্ধ থাকায় স্হানীয়দের সন্দেহ হয়। তারা স্হানীয় সাহেবগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ঘটনার তদন্ত চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Discussion about this post