নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- প্রতিবেশীর হকি স্টিকের আঘাতে যুবকের মৃত্যু হল এক যুবকের। ঘটনাকে ঘিরে সোমবার সন্ধেয় ব্যাপক উত্তেজনা ছড়ালো নৈহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের লিচু বাগান দু’নম্বর লাইন এলাকায়। মৃতের নাম বিশাল কুমার মিশ্র (১৯)। স্থানীয়রা জানান, শনিবার সকালে পাড়ার কলে পানীয় জল আনতে গিয়েছিল বিশাল। সেইসময় প্রতিবেশী বিনয় ঝা কলতলা থেকে বিশালের বালতি সরিয়ে দেয়। এতেই দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতন্ডা বেধে যায়। অভিযোগ, বিনয় বাবুর পুত্র প্রিন্স ঝা পিছন দিক থেকে ছুটে এসে হকি স্টিক দিয়ে বিশালের মাথায় সজোরে আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়ে বিশাল অজ্ঞান হয়ে যায়।
চিকিৎসার জন্য প্রথমে ওকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর কল্যানী জে এন এম হাসপাতাল থেকে কলকাতার একটি হাসপাতালে বিশালকে স্থানান্তরিত করা হয়েছিল। ওই হাসপাতালে সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়। বিশালের মৃত্যুর খবর পেয়ে এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়েন। ঘটনায় অভিযুক্ত পিতা-পুত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মৃতের পরিবার ও প্রতিবেশীরা। স্থানীয়দের অভিযোগ, নৈহাটি থানায় অভিযোগ জানানো সত্ত্বেও, পুলিশ পদক্ষেপ নেয় নি। যদিও ঘটনার দিন থেকেই পলাতক অভিযুক্ত পিতা-পুত্র।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post