আমজাদ আলী, মালদা: জেলা পরিষদের টিকিট পেতে পারেন অঞ্চল সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নুর আজম। এই সম্ভাবনার কথা চাউর হতেই ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশ।রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের। হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার ঘটনা। গাজোল এর পর এবার হরিশ্চন্দ্রপুর, প্রার্থী ঘোষণার আগেই বিরম্বনা বাড়ছে শাসকদলের।
বিরোধী নয়, দলের মধ্যেই শুরু হয়েছে অন্তরদ্বন্দ্ব।অঞ্চল সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন দলের কর্মী সমর্থকেরা। এই নিয়ে শনিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠলো মালদার কুশিদা।অভিযোগ,উপ প্রধান মহম্মদ নুর আজমের নামে কলকাতা হাইকোর্টে দুই দুইটা মামলা চলছে। চাকরি দেওয়ার নাম করে সে এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তুলে রেখেছে, তাকেই দেওয়া হচ্ছে জেলা পরিষদের টিকিট। তাই এদিন কুশিদাগামী রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন কুশিদা ও বরুই দুই গ্রাম পঞ্চায়েত এলাকার তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন সন্ধ্যায় জয় বাংলা স্টান্ডে ঘন্টাখানেক ধরে চলে বিক্ষোভ। এমনকি অঞ্চল সভাপতির ছবিতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতেন থাকেন তারা।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিধায়ক নীহার রঞ্জন ঘোষ কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজমকে দেওয়া হচ্ছে জেলা পরিষদের টিকিট। এই দুর্নীতিগ্রস্ত নেতাকে তারা কখনো মেনে নিবেন না। নুর আজমকে বাদ দিয়ে দল যাকে যোগ্য মনে করে টিকিট দিবে তাকে তারা মেনে নিবেন বলে সাফ জানিয়ে দেন। তারা আরো অভিযোগ করে বলেন, নুর আজমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ১০০ দিন প্রকল্পে ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দুই দুইটি মামলা চলছে আবার দল তাকেই টিকিট দিচ্ছে। এতে পরিস্কার বোঝা যাচ্ছে টাকার বিনিময়ে তাকে টিকিট দেওয়া হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি যেখানে বারবার বলেছেন দুর্নীতিগ্রস্ত কোন নেতাকে টিকিট দেওয়া যাবে না। অথচ দলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে টিকিট বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে দলের মধ্যেই। এই বিষয়ে বিধায়ক নীহাররঞ্জন ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post